গুঞ্জনে গল্পে বাস্তবতার দাড়ি আগেই পড়েছে। আনুষ্ঠানিকভাবে না জানালেও খেলার মাঠ থেকে রেস্টুরেন্ট—সব জায়গাতেই একসঙ্গে দেখা যাচ্ছে যুজবেন্দ্র চাহাল ও আরবজে মাহাভাশকে। ভারতের তারকা স্পিনার এখনও সম্পর্ক নিয়ে কিছু বলেননি, তবে মাহভাশ প্রকাশ্যেই জানাচ্ছেন তাদের সম্পর্কের কথা।
সম্প্রতি ইনস্ট্যান্ট বলিউডকে মাহভাশ জানিয়েছেন তাদের প্রেমের সম্পর্কের কথা। ওই সাক্ষাৎকারে ইউটিউবার মাহভাশের কাছে জানতে চাওয়া হয়েছিল যুবির কোন বিষয়টি বেশি পছন্দ করেন। মাহভাশের কণ্ঠে তখন ঝরেছে স্তুতি, তিনি জানিয়েছেন যুজবেন্দ্র সবাইকে ভালোবাসেন। এই গুণটি তিনি চুরি করতে চান।
মাহভাশ বলেছেন, ‘যুবি দারুণ একজন সুন্দর এবং বিনয়ী মানুষ। যাদেরকে দেখেছি তার মাঝে সে অন্যতম কেয়ারিং একজন ব্যক্তি। সে যেকোনো মানুষকে ভালোবাসতে পারে। আমি অবশ্যই তার এই গুণটি চুরি করতে চাই।’
যুবি দারুণ একজন সুন্দর এবং বিনয়ী মানুষ। যাদেরকে দেখেছি তার মাঝে সে অন্যতম কেয়ারিং একজন ব্যক্তি। সে যেকোনো মানুষকে ভালোবাসতে পারে। আমি অবশ্যই তার এই গুণটি চুরি করতে চাইআরজে মাহভাশ
শোনা যাচ্ছে, চুটিয়ে প্রেম করছেন মাহভাশ-যুবি। খেলার মাঠেও মাহভাশকে নিয়মিত দেখা যাচ্ছে। প্রেমিক চাহালকে নিয়েও হরহামেশা বক্তব্য দিচ্ছেন। এদিকে মাসকয়েক আগেই থেমে গেছে চাহাল ও ধনশ্রী ভার্মার গল্প। সম্পর্কের টানাপোড়েন অল্প দিনের নয়। চলছিল তিনবছর যাবৎ। কখনও কাঁদা ছোড়াছুড়ি, কখনও বিচ্ছ্বেদের আলাপ, একা থাকা কিংবা নতুন কাউকে খোঁজা—সব মিলিয়ে পরিণতি এসেও গেছে।
২০২০ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন যুবি ও ধনশ্রী। লকডাউনের সময় ধনশ্রীর থেকে নাচের প্রশিক্ষণ নেন চাহাল। প্রশিক্ষণের সময় তাদের প্রেম হয়। পরে পূর্ণতা পায় বিয়েতে। এরপর একাধিকবার তাদের মধ্যে সম্পর্কে ফাটল নিয়ে গুঞ্জন তৈরি হয়। এবার হয়েই গেছে।
আরও পড়ুন
মন্তব্য করুন